প্রাগৈতিহাসিক কাল থেকে বহু চড়াই-উতড়াই ও বিবর্তন ধারার ভেতর দিয়ে এই জনপদ ভূ-প্রকৃতিগত ভাবে কৃষিজ ভান্ডারে পরিপূর্ণ হয়ে উঠে। কৃষি ক্ষেত্রে ক্রমবর্ধমান উন্নতি এবং বাংলার স্বাধীনতার শেষ সূর্যের অস্তগমনের প্রাক্কালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এই জনপদে ইংরেজ ফিরিঙ্গীদের আগমন ঘটে। ইংরেজী বেনিয়ারা তাদের আধিপত্য বিস্তারের লক্ষে বিভিন্ন বিদ্রোহ দমনের জন্য এই জনপদে ১৮২৬ সালে একটি সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন করে। ঝিনাই সেতুর কাছে কম্পপুর এলাকা থেকে কলেজ রোড সংলগ্ন এলাকা জুড়ে সেনা ক্যাম্পটি স্থাপিত হয়েছিল। ক্যাম্প থেকেই “কম্পপুর” গ্রামের নামকরণ করা হয়। কলেজ রোডের খৃস্টান বাড়ি সংলগ্ন স্থানে ইংরেজ সেনাদের অনেক গুলো কবরের চিহ্ন এখনো বিদ্যমান। ইংরেজ সেনা ক্যাম্পের সংলগ্ন স্থানেই বাংলাদেশ রাইফেলস এর ক্যাম্প স্থাপিত হয়েছে।