হরিষচন্দ্রের দীঘি

পৌরসভার দেউরপাড় চন্দ্রায় অবস্থিত রাজা হরিষচন্দ্রের দীঘি জেলার পুরাকীর্তি গুলোর অন্যতম। রাজা হরিষচন্দ্রের কন্যা চন্দ্রাবতীর প্রেম আলেখ্য লোকসাহিত্যের এক অনন্যোপাখ্যান। সুদূর কাল থেকে এই অঞ্চলে স্বাতন্ত্র্য ঐতিহ্যে ও আবহে মননশীল সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার আন্তরিক প্রচেষ্টা চলে আসছে। এই দীঘি এখন জামালপুরবাসীর অন্যতম বিনোদন কেন্দ্র।