জামালপুর জেলার উপজেলা সমূহের নামকরণ ও পরিচিতি


বকশীগঞ্জ : এই উপজেলার আয়ন ২০৪.৩০ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ১,৭৭,৮৮০ জন। এখানে থানা প্রতিষ্ঠিত হয় ৩০ এপ্রিল ১৯৮২ সালে। জানা যায়, আধ্যাত্মিক মতা সম্পন্ন দরবেশ বকশী ফকির ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আসেন এবং এখানে একটি খানকাহ্ স্থাপন করেন। কালক্রমে তাঁর এই খানকাহকে কেন্দ্র করে এখানে একটি গঞ্জ গড়ে উঠে। এই গঞ্জ এলাকাবাসীর কাছে বকশী ফকিরের গঞ্জ নামে পরিচিত ছিল। এই বকশী ফকিরের গঞ্জ থেকে বখশীগঞ্জ নামে উদ্ধব।
দেওয়ানগঞ্জ : এই উপজেলার আয়তন ২৬৬.৫৯ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ২,২৯,২২০ জন। এখানে থানা সদর প্রতিষ্ঠিত হয় ১৮৮৪ সালে। জনশ্র“তি রয়েছে, প্রায় দুশো বছর পূর্বে দেওয়ান শাহ জালাল ও দেওয়ান শাহ জামাল নামে দুই কামেল পীর গারো পাহাড়ে তাঁদের দরগা শরীফে যাওয়ার সময় বর্তমান থানা সদরের এই স্থানে কিছু সময়ের জন্য থেমে বিশ্রাম নেন। এই দুই কামেল পীরের স্মৃতিকে ধরে রাখার জন্য জায়গার নাম রাখা হয় দেওয়ানগঞ্জ।
ইসলামপুর : এই উপজেলার আয়তন ৩৪৩.০২ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ২,৮৮,০৪০ জন। এখানে থানা সদর প্রতিষ্ঠিত হয় ১৯১৪ সালে। ইসলামপুর উপজেলার নামকরণ সম্পর্কে দু’টি মত প্রচলিত আছে। প্রথম মতানুসারে, সম্রাট জাহাঙ্গীরের সময় বাংলার গভর্ণর ছিলেন সুবেদার ইসলাম খাঁ। ইসলামপুর নামকরণ করা হয় সুবেদার খাঁর নামানুসারে। অন্যতম, শতাধিক বছর পূর্বে পুরনো ব্রহ্মপুত্র নদের তীরে ইসলামপুর নামে একটি মৌজা ছিল। এই মৌজায় স্থানীয় জনগণ একটি বাজার প্রতিষ্ঠা করে। থানা সৃষ্টি হলে থানার নামকরণ হয় ওই মৌজার নামানুসারে।
সরিষাবাড়ি : এই উপজেলার আয়তন ২৬৩.৪৮ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ৩,১৭,৫৪০ জন। এখানে থানা সদর প্রতিষ্ঠিত হয় ২৯ আগষ্ট ১৯৬০ সালে। বলা হয়ে থাকে, এই এলাকায় এককালে প্রচুর উন্নতমানের সরিষা উৎপন্ন হতো। এই সরিষাকে কেন্দ্র করে এখানে বেশ কিছু হাট-বাজার গড়ে উঠে। এই সরিষা ও ব্যবসার কারণে কালক্রমে এই এলাকা সরিষাবাড়ি নামে পরিচিতি লাভ করে।
মেলান্দহ : এই উপজেলার আয়তন ২৩৯.৬৫ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ২,৯১,৬৮০ জন। এখানে থানা সদর প্রতিষ্ঠিত হয় ২১ মে ১৯২৫ সালে। জানা যায়, প্রায় দুশো বছরেরও বেশি পূর্বে ব্রহ্মপুত্র নদের শাখা লৌহজং নদী দোহা সংলগ্ন স্থানে বেশ কিছু প্রচণ্ড ঘূর্ণি সৃষ্টি করে দণি-পূর্ব দিকে প্রবাহিত হতো। কালক্রমে এই দোহা “মিলন দোহা” নামে পরিচিতি পায় এবং লোক মুখে তা বর্তমান মেলান্দহ রূপ লাভ করে।
মাদারগঞ্জ : এই উপজেলার আয়তন ২২৫.৩৮ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ২,৩৩,১০০ জন। এখানে থানা সদর প্রতিষ্ঠিত হয় ১৬ জুন ১৯০৬ সালে। জামতাল মাদারগঞ্জ নামের একটি মৌজা থেকে এই উপজেলার নামকরণ করা হয়েছে বলে জানা যায়। মৌজাটি অনেক আগেই যমুনায় বিলীন হয়ে গেছে।
জামালপুর সদর : এই উপজেলার আয়তন ৪৯৮.৫৬ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ৫,৫৬,৫৮০ জন। এখানে থানা সদর প্রতিষ্ঠিত হয় ১৯৩৪ সালে। জনশ্র“তি আছে, বিখ্যাত সুফি সাধক হযরত শাহ জামাল (রহ:) এর নামানুসারে জামালপুর নামকরণ করা হয়। (উৎস - বাংলাদেশের জেলা-উপজেলার নামকরণ ও ঐতিহ্য)